চন্দনাইশে পল্লী বিদ্যুৎ’র ডিজিএমকে বয়কট করে কর্মসূচি পালন


আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশে পল্লী বিদ্যুৎ কার্যালয় সম্মুখে ডিজিএমকে বয়কট করে কর্মসূচি পালন করেছেন চন্দনাইশে কর্মরত ৮৫ জন কর্মচারী।

১ আগস্ট ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না চন্দনাইশসহ সাতকানিয়া আংশিক এলাকায়।

৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে চন্দনাইশ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম মো. ফখর উদ্দিনকে বয়কট করে কর্মচারীরা কার্যালয় সম্মুখে কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, উনি ঠিক সবাই বেঠিক। তাই তারা জিএম বরাবরে ৮৫ জন কর্মচারী মিলে বিষয়টি বলার পরও তিনি কোন রকম সূরাহ না করে কাল ক্ষেপন করেছেন। তাই আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। আমরা চাই তিনি স্বসম্মানে এখান থেকে চলে যাক, অন্যথায় আমাদের সবাইকে বদলী করে দেয়।

এ ব্যাপারে ডিজিএম মো. ফখর উদ্দিন বলেছেন, তিনি পল্লী বিদ্যুতের যে আন্দোলন চলছে তিনি তাদের সাথে একমত না হওয়ার কারণে তারা কিছুটা ক্ষিপ্ত হয়েছেন। তাছাড়া তাদের আন্দোলনের কোন যুক্তি নেই। ঠিক সময়ে অফিসে আসে না, সঠিকভাবে কাজ না করার কারণে গ্রাহক হয়রানি হচ্ছে। তাদের আন্দোলন সঠিক নয়, আমি সঠিকভাবে কাজ করে যাচ্ছি, সবার সহযোগিতা চাই।
চাঁদাবাজ, সুবিধাবাদীরা সুযোগ নিতে না পারায় তাদের সাথে হাত মিলিয়েছে আমাদের কতিপয় কর্মচারী।

আশাকরি তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। ভালো কাজ করতে গেলে অনেক বাঁধা বিপত্তির শিকার হতে হয়।

এদিকে বিদ্যুৎ’র প্রধান লাইনে কাজ করার কারণে শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চন্দনাইশ, সাতকানিয়া এলাকায় বিদ্যুৎ থাকবেনা বলে জানিয়েছেন ডিজিএম মো. ফখর উদ্দিন।


Related posts

চন্দনাইশে শুক্লাম্বর দীঘি মেলায় হাজারও পূর্ণার্থী

Chatgarsangbad.net

বিএনপি নেতা ফারুকীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

Chatgarsangbad.net

এডিসের লার্ভা, রাস্তায় আবর্জনা: চসিকের কড়াকড়ি অবস্থান

Chatgarsangbad.net

Leave a Comment