৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বেলা ২টায় সৌজন্য সাক্ষাৎ শেষে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (এলডিপি) সাতকানিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সভাপতি আলহাজ্ব মাহমদুল হক চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর সাতকানিয়ার আনিছ শিকদার, সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান,
এলডিপি নেতা মোহাম্মদ সেলিম, খাগরিয়া ইউনিয়ন সভাপতি জাফর আহমদ, পুরানগড় সভাপতি দেলোয়ার শিকদার, ধর্মপুর সভাপতি রিয়াদ কামাল প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপজেলার এলডিপি, যুবদল, ছাত্রদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এলডিপি সদস্যদের সৌজন্য সাক্ষাৎ স্বরূপ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেইসাথে তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
চা-সংবাদ২৪.কম/এস.টি
Leave a Reply