আজ ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় সালানা জলসা সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ পৌরসদরের হাজীপাড়াস্থ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার দ্বিতীয় সালানা জলসায় বক্তাগণ বলেছেন, আগামী প্রজন্মকে দেশের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ধর্ম, নীতি নৈতিকতা ও আধুনিক শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে আনজুমান পরিচালিত প্রতিষ্ঠানগুলো সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা তাঁর একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

৩ মে শনিবার মাদরাসা ক্যাম্পাসে মোহাম্মদ জসিম উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন আনজুমান ক্যাবিনেট মেম্বার, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম বয়ানী।

মোহাম্মদ শহীদুল আলম ও মাওলানা আবু ইউসুফ নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জলসায় আরো বক্তব্য রাখেন ইউএসটিসির সায়েন্স ফ্যাকাল্টির ডিন ড. শহীদুল ইসলাম, হাবিব উল্লাহ মাস্টার, বাংলাদেশ টিম্বারের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী, গাউসিয়া কমিটি- চন্দনাইশ উপজেলা সভাপতি নজরুল ইসলাম, অধ্যাপক এম নূরুল হাসান, ফজল উশ শিহাব, মাওলানা ওমর ফারুক চৌধুরী, আনোয়ার জাহান প্রমুখ।

পরে মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত ও মিলাদ-কেয়ামের মাধ্যমে সালানা জলসা সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর