আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী’র হাত থেকে ‘জাতীয় মৎস্য পদক’ গ্রহণ করছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

জাতীয় মৎস্য পদক পেলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার


চন্দনাইশ প্রতিনিধি

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ “জাতীয় মৎস্য পদক” গ্রহণ করলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরী। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত “জাতীয় মৎস্য সপ্তাহ”২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেন তিনি।

চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জাতীয় “মৎস্য পদক”- ২০২৩ পেয়েছেন।

তিনি জানান এ.জে. পোল্ট্রি এন্ড এগ্রোভেট-এর মালিক চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী দীর্ঘদিন ধরে ১৭.২৯ হেক্টর জায়গায় ২২টি জলাশয়ে রুই জাতীয় মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন। এতে এলাকার বেকার যুবকদের কর্মস্থানসহ দেশের মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছিলেন তিনি।

এ পুরস্কার অর্জন চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের মৎস্য খামারীদের আরো উৎসাহী করে তুলবে বলে মনে করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর