এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও সেলাই মেশিন বিতরণ


এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও মহান মে দিবস উপলক্ষে অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ,১০০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় পটিয়া ফ্যামিলি কিচেন রেস্তোরাঁয় এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান ডা. হিমেল সাহা,জাতীয় ট্রেজারার এডভোকেট মঈনুল ইসলাম জীবন,সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, পিএনএসডি এপে: এস কে দত্ত অনুপ, পিডিজি এপে. কামাল পাশা, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান: মোঃ লিয়াকত আলী, ডিস্ট্রিক্ট ৩ সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ আরিফ খান, এপে. মোরশেদ, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান. জসিম উদ্দিন, এপেক্সিয়ান. আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্সিয়ান: মোরশেদুর রেজা, এপেক্সিয়ান আবদুল মোমেন,শফিকুল আলম বশর, এস এম আবু হেনা, নাঈম উদ্দিন আলমদার, নাফিজ করিম চৌধুরী,আলী কাদের জীবন প্রমুখ।

এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ সারাদেশে মানবিক কাজের মাধ্যমে এগিয়ে চলছেন। সমাজকে আলোকিত করতে কমভাগ্যবান মানুষের মুখে হাসি ফোঁটাতে নবীন প্রবীন মিলেমিশে মানুষের সেবা করে যাচ্ছে এপেক্স বাংলাদেশ যা আগামী প্রজন্মের জন্য উৎসাহ ও প্রেরনার। বক্তারা এপেক্স ক্লাব অব পটিয়ার কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন এপেক্স ক্লাব অব পটিয়া নেতৃত্ব তৈরি করছে এবং ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে মানুষের সেবা পরিচালনা করছে এ কার্যক্রম অব্যাহত রেখে আরও বেশি বেশি সেবার কাজ করার আহবান জানান।

পরে কেট কেটে ১০০ তম ডিনার মিটিং এর উদ্বোধন করা হয়, অসহায় নারীর হাতে সেলাই মেশিন,১০০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক প্রতিনিধির হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় এবং কেক কেটে ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ও সহধর্মীনী জেলার ফাস্ট লেডি শারমিন সুলতানা রোজির বিবাহ বার্ষিকী পালন করা হয়।


Related posts

উন্নত জাতের ঘাস চাষীদের মাঝে চন্দনাইশ প্রাণিসম্পদ দপ্তরের প্রণোদনা বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক ও তার ছেলের উপর সন্ত্রাসীর অতর্কিত হামলা

Chatgarsangbad.net

হাটহাজারীতে নবনির্বাচিত ১৫৬ ইউপি সদস্যগণের শপথ গ্রহণ

Chatgarsangbad.net

Leave a Comment