আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানর ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান।স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আফগানিস্তানভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেস। তারা জানায়, আফগানিস্তানের কুনারে এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এতে সেই অঞ্চল থেকে অন্যত্র পালিয়ে যায় স্থানীয়রা।

খামার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তালেবান। এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগেও আফগানিস্তানের পাকটিকা ও খোস্ত প্রদেশে বোমা হামলা চালিয়েছিল পাকিস্তান। পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।


Related posts

১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে সাড়ে ৩টা

Chatgarsangbad.net

আজ গণপ্রকৌশল দিবস

Chatgarsangbad.net

চট্টগ্রাম বার্ন ইউনিটের কাজ শুরু করতে চায় চীন: স্বাস্থ্যমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment