আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Bangladesh Bank

১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে সাড়ে ৩টা


আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকের সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর ২০২২ তারিখ হতে অফিস সময়সূচি হবে সকাল ১০টা হতে বিকের ৫টা পর্যন্ত এবং লেনদেন সমূসূচি হবে সকাল ১০টা হতে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ এ জারীকৃত ডিওএস সার্কুলার লেটার নম্বর ২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর