আইআইইউসির সেরা বিভাগগুলোর মধ্যে ইংরেজি উল্লেখযোগ্য: ড. নদভী


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ইএল, ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং-২০২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এবারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মো. ছরওয়ার আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। আইআইইউসির সেরা বিভাগুলোর মধ্যে ইংরেজি বিভাগ উল্লেখযোগ্য। এই বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আইআইইউসি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা জীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কো-অপারেশন খুব জরুরী। তিনি ইংরেজী বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেওয়ার জন্য। এছাড়া ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মো. মাহি উদ্দিন। সম্মানিত অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. ইয়াসিন শরীফ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর আবু সালেহ নিজাম উদ্দীন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।


Related posts

ঘোষণা দিয়েও ব্যর্থ চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ

Chatgarsangbad.net

জালিয়াতি করে কারারক্ষী নিয়োগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় হাইকোর্ট

Chatgarsangbad.net

জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর দিনব্যাপী কর্মসুচী পালন

Chatgarsangbad.net

Leave a Comment