কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে মন্ত্রীর গুরুত্বারোপ


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজারের হােটেল রেস্তোরাঁ ও খাদ্যস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ (এসটিআইআরসি) প্রকল্পের কক্সবাজারের হোটেল রেস্তোরাঁ ও খাদ্যব্যবস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

আরও পড়ুন কক্সবাজারে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সচিব মো: ইসমাইল হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: আব্দুর রহমান খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: নাজমুল ইসলাম, জেলা সিভিল সার্জন অফিস প্রতিনিধি উচাপ্রু মারমা প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হােটেল ও রেস্তোরাঁ মালিক, সংগঠক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ খাদ্যের উপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির তাগিদ দেন।


Related posts

বরমায় বৈশাখী মেলা সম্পন্ন

Chatgarsangbad.net

মহেশখালীতে বন বিভাগের অভিযানে ২৫ একর সরকারী জায়গা দখলমুক্ত

Chatgarsangbad.net

সৌদি আরবে আরো ১ বাংলাদেশি হজগামীর মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment