মালদ্বীপে মুইজ্জুর নেতৃত্বে খুশী প্রবাসী বাংলাদেশিরা


অনলাইন ডেস্কঃ মালদ্বীপে মুইজ্জুর নেতৃত্ব আসার খবরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশি প্রবাসীরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা বলছেন, ‘মুইজ্জুর নেতৃত্বে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের মূল্যায়ন বাড়বে।’

সম্প্রতি দেশটির নির্বাচনে প্রকাশিত ৮৬টি আসনের ৬৬টিতে জিতেছে মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনসি)। খবর দ্য টাইসমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভারীবর্ষণে জলাবদ্ধতা-বন্যা

নির্বাচনের এই ফল দেশটির সাথে চীনের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের ভোটাররা প্রেসিডেন্ট মুইজ্জুর চীনমুখি নীতির প্রতি সমর্থন জানিয়ে তাকে ক্ষমতায় আনছে।

ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতিতে সপ্তাহখানেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আর মে মাসের প্রথম দিক থেকে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা আছে।

এই নির্বাচনে মোট ৪১ জন নারী প্রার্থী ছিলেন। তাদের মধ্যে মাত্র তিনজন নির্বাচিত হয়েছেন। তারা সবাই মুইজ্জুর দল পিএনসির বলে জানিয়েছে স্থানীয় মিহারু সংবাদপত্র।

ভাষান্তর: সংগৃহীত


Related posts

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অটিজম ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

চট্টগ্রামেও আয়কর তথ্য-সেবা মাস শুরু

Chatgarsangbad.net

‘আজকের নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশ’

Chatgarsangbad.net

Leave a Comment