আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চবির সাবেক শিক্ষার্থীদের সম্মেলন, রেজিস্ট্রেশন করুন দ্রুত


অনলাইন ডেস্কঃ দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীদের ‘ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা’ আগামি ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন দেশের দূর দূরান্ত থেকে এসে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই মিলনমেলায় অংশ নেবেন এলামনাই এসোসিয়েশনের সদস্যরা।

চবি এলামনাই এসোসিয়েশন আয়েজিত এ অনুষ্ঠান সফল করতে গত ১৯ এপ্রিল (শুক্রবার) থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্মেলনে প্রবেশ ও অংশগ্রহণ নির্বিঘ্ন করার লক্ষ্যে অর্থাৎ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গৃহীত হয়েছে।

আরও পড়ুন চবির নতুন উপাচার্য সাতকানিয়ার কৃতি সন্তান অধ্যাপক আবু তাহের

এর আগে সংগঠনটির কার্যকরী পরিষদ, নব গঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং ব্যাচ ও বিভাগভিত্তিক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হল এ অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কার্যকরী সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, পুনর্মিলনী কমিটির মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য সচিব মো. কামরুল হাসান হারুন, সৈয়দ ছগীর আহাম্মদ, কাজী মাহমুদ ইমাম বিলু, এডভোকেট মো. শামীম, দাউদ আবদুল্লাহ লিটন, প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, ফেরদৌস বশির, মুহাম্মদ শাহাজাহান চৌধুরী, মো. জহিরুল আলম, মহিউদ্দিন বাদল, প্রফেসর এবিএম আবু নোমান, হানীফা নাজিব হেনা, শাহনেওয়াজ খালেদ, মোহাম্মদ ইউছুফ, শামসুর রহমান রাকিব, কেএম শাহীদুল কায়সার, ব্যাচ প্রতিনিধি জাকির হোসেন, ফরিদ আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, এনায়েত উল্লাহ, আলী আহমেদ, মো. খোরশেদ আলী, মুজিবুর রহমান, মো. মোস্তাফিজসহ ব্যাচ ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিবৃন্দ।

তথ্যসূত্র: চাটগাঁর বাণী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর