Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা, বৃষ্টিরও আভাস


অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় চট্টগ্রাম জেলার তাপমাত্রাও ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সংস্থাটি বলছে, আজ ২৭ মার্চ (বুধবার) চট্টগ্রামের কোনো কোনো স্থানে বৃষ্টি হলেও তাপমাত্রা আরো বাড়বে। তবে শুক্রবার (২৯ মার্চ) থেকে পরবর্তী কয়েকদিন ঝড়ো বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো সিলেটে। গত ২৪ ঘন্টায় দেশে বৃষ্টি হয়েছে রংপুরে ১১ মিলিমিটার।

আরও পড়ুন রমজান মাসে কয়েকটি তাপদাহের আশঙ্কা, জেনে নিন কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরো জানিয়েছে, বৃহস্পতিবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।


Related posts

দেশে ফিরেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন তথ্যমন্ত্রী

Chatgarsangbad.net

প্রতিবছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

Chatgarsangbad.net

তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ লিটন

Chatgarsangbad.net

Leave a Comment