চট্টগ্রাম

সাঙ্গু নদীতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু


সাতকানিয়ায় সাঙ্গু নদীতে নদীর গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলার পুরানগড় ইউনিয়নের নতুনহাট বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুই হলো কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিজবাহ (৮)। মিশকাত বাজালিয়া রাইজিং স্টার স্কুলের ৫ম শ্রেণি ও মিজবাহ স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ও পুরানগড় ইউপির ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কুয়েত প্রবাসী আবদুল মোনাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কুয়েত প্রবাসী (বর্তমানে ওমরা করার জন্য সৌদিয়া) আবদুল মোনাফের দুই ছেলে বন্ধুদের নিয়ে নতুনহাট বাজারের উত্তর পাশে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। সেখানে গত কয়েক মাস আগে চন্দনাইশের বাসিন্দা মোস্তাক আহমদ নামের এক ব্যক্তি তার ড্রেজার দিয়ে নদীতে বালু উত্তোলনের ফলে গর্ত সৃষ্টি হয়। সেখানে দুই ভাই গোসল করতে নেমে গর্তের পানিতে ডুবে যায়।

পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল ৫ টায় নদীর গর্তের পানিতে জুতা ভেসে উঠলে লোকজন সেখানে জাল দিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

পুরানগড় ইউপি চেয়ারম্যান চাটগাঁর সংবাদকে বলেন, নদীতে ড্রেজার মেশিনে স্থানীয় লোকজনের বাড়িভিটা ভরাটের বালু উত্তোলনের ফলেই নদীতে গর্ত সৃষ্টি হয়। সেই গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চাটগাঁর সংবাদকে বলেন, নদীর পানিতে পড়ে পুরানগড়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।


Related posts

জনমতকে উপেক্ষা করে মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করার কোন ক্ষমতা সরকারের নেই

Chatgarsangbad.net

শারীরিক প্রতিবন্ধীর হুইল চেয়ারের স্বপ্ন পূরণ করলেন মানবিক ওয়াহিদ হাসান

Chatgarsangbad.net

চন্দনাইশে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার থেকে দুই ইউপি সদস্যের চাঁদা আদায়ের অভিযোগ

Shahidul Islam

Leave a Comment