আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জনমতকে উপেক্ষা করে মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করার কোন ক্ষমতা সরকারের নেই


রাঙ্গুনিয়া মৎস্যজীবী দলের সাথে মতবিনিময়কালে গোলাম আকবর খোন্দকার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, সাবেক সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, সুচিকিৎসা পাওয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। অথচ জাতির চরম দুর্ভাগ্য যে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, রক্ত ঝরাতে হচ্ছে। আইনের দোহাই দিয়ে, জনমতকে উপেক্ষা করে মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করার কোন ক্ষমতা সরকারের নেই। অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণ পরিহার করে অবিলম্বে গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। গতকাল (১৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ইউনুচ চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মো. নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, সদস্য সচিব আবদুল ওহাব কবির চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ মুরাদ চৌধুরী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন মিন্টু, ডা. মোহাম্মদ আলী, মো. জাহেদ উল্লাহ, মো. আরিফ হোসেন, জুলফিকার আলী, মো. আবুল কাশেম, মো. মনোয়ার, সদস্য মো. আলম, প্রবীর সাহা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার নির্দেশনা দেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর