মহানায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত


অনলাইন ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে প্রয়াত চিত্রনায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মান্না ফাউন্ডেশন ” চট্টগ্রাম বিভাগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল সহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মান্না ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

চলচিত্র জগতের হারিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক মান্না। মৃত্যুর এক যুগেরও অধিক সময় পেরিয়ে গেলেও ভুলতে পারেনি ভক্তরা। স্মরন রেখেছেন তাদের প্রিয় নায়ককে। চিত্রনায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল সহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি আলোচনা সভা শেষে মান্নার মাগফেরাত কামনায় মোনাজাত করেন মৌলানা দিদারুল আলম নিজামী । এতে উপস্থিত ছিলেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মুহম্মদ এনামুল হক মিঠু, সাধারণ সম্পাদক, রাকিব হোসাইন। এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী প্রমুখ।


Related posts

চন্দনাইশে পাঠানদন্ডী বরুমতি খালের উপর দোকান নির্মাণের অভিযোগ

Chatgarsangbad.net

চন্দনাইশে রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা গুনলো ১৬ প্রতিষ্ঠান

Chatgarsangbad.net

হাটহাজারীর বুড়িশ্চর ইউপিতে কোটি টাকার বাজেট ঘোষণা

Chatgarsangbad.net

Leave a Comment