আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীর বুড়িশ্চর ইউপিতে কোটি টাকার বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক 

উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন পরিষদে ১কোটি ১৫ লক্ষ ৭৬ হাজার ৯শ ৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মোঃ জাহেদ হোসাইনের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়। সভায় ৬ হাজার ৪শ ৪৮ টাকা উদ্বৃত্ত দেখিয়ে আগামী অর্থ বছরের (২০২৩-২০২৪) রাজস্ব খাতে ৪৪ লক্ষ ২৫ হাজার ৭৫ টাকা আয় এবং রাজস্ব ব্যয় ৪৪ লক্ষ ১৮ হাজার ৬২৭ টাকা ধরা হয়েছে।

উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৭১ লক্ষ ৫১ হাজার ৮শ ৮৫ টাকা। বাজেটে আগামী বছরের জন্য খাতভিত্তিক উন্নয়নপরিকল্পনা পেশ করা হয়। পরিষদ সচিব কৌশিক চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতি বলেন, ঘোষিত বাজেট বর্তমান সময়োপযোগী একটি সুষম বাজেট যার বিভিন্ন খাতে প্রায় সমমানের বরাদ্দ রেখে সুষম বাজেট তৈরি করা হয়েছে।

এ বাজেটে অন্যান্য খাতের পাশাপাশি আর্থ-সামাজিক অবকাঠামো সংস্কার, ক্রীড়া ও সংস্কৃতি, মহিলা ও যুব উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য, মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতেও বরাদ্দ রাখা হয়েছে। এসময় সাংবাদিক খোরশেদ আলম শিমুলসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকসহ ইউপির সকল সদস্য উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর