আজ চট্টগ্রাম আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ


অনলাইন ডেস্ক

নতুন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আসছেন। চট্টগ্রাম-৭ আসন (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) থেকে পরপর চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদ গত ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এর আগের দুই মেয়াদে তিনি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ শুভেচ্ছা জানাবে।

দুপুর ১২টায় রাঙ্গুনিয়ার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেল তিনটায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় প্রধান অতিথি থাকবেন তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ওয়ার্কিং কমিটির সভায় কার্যকরী কমিটির সব সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগে রাঙ্গুনিয়ার সব কর্মকর্তাকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।


Related posts

 সাংসদ নদভী’র পক্ষে ২ হাজার পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

Chatgarsangbad.net

বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এ চাকরির সুযোগ

Chatgarsangbad.net

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

Chatgarsangbad.net

Leave a Comment