ডা. খাস্তগীর স্কুলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব আগামিকাল


অনলাইন ডেস্কঃ নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আগামিকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

চট্টল ইয়ূথ কয়ার কর্তৃক আয়োজিত মহান বিজয় মাস উদযাপন উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টল ইয়ূথ কয়ারের মহাসচিব অরুণ চন্দ্র বণিক।

আরও পড়ুন বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সাংস্কৃতিক উৎসব চট্টল ইয়ুথ কয়ারের

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়ার চেয়ারম্যান মফিজুর রহমান। উদ্বোধন করবেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। প্রধান বক্তা থাকবেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি থাকবেন অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত।

এছাড়া কাউন্সিলর আলহাজ্ব লায়ন হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, রোটারিয়ান প্রদীপ কুমার দাশ, লায়ন শেখর দত্ত, মো. জসিম উদ্দিন, অ্যাড. সরযু ভট্টাচার্যে্যর অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রণব রাজ বড়ুয়া, সুজিত দাশ অপু, নিহার ভট্টাচার্য্য, মধু চৌধুরী, রোজি চৌধুরী, সমিরণ পাল ও দিলীপ সেনগুপ্ত। এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান সমন্বয়কারী লায়ন সুজিত দাশ অপু।


Related posts

জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন

Chatgarsangbad.net

টপসয়েল কাটার অপরাধ: ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Chatgarsangbad.net

চট্টগ্রাম থেকে কবে সরবে তারের জঞ্জাল

Chatgarsangbad.net

Leave a Comment