Hom Sliderচট্টগ্রামশিক্ষা সংবাদ

আইআইইউসির টেক ফেস্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আয়োজিত ‘আইআইইউসি টেক ফেস্ট ২০২৩’ এর সমাপনী দিবসে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৩৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজন সমাপ্ত হয়।

এবারের টেক ফেস্টে ১৩টি ইভেন্টে আইআইইউসিসহ চট্টগ্রাম বিভাগের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ম্যাথ অলিম্পিয়াড, মোবাইল গেমস এন্ড এপস ডেভেলপমেন্ট কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস কম্পিটিশন, পোস্টার রিপ্রেজেন্টেশন কম্পিটিশন, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, মেডিসিনাল প্ল্যান্ট শো কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, সার্কিট সল্যুশন কম্পিটিশন, ডকুফিল্ম কন্টেস্ট, সাইবার গেমিং কনটেস্ট, টেক অলিম্পিয়াড, রোবো সকার কম্পিটিশনে টিম আকারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। ইভেন্টের বিজয়ী মেইল ও ফিমেল সকল টিমের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘স্মার্ট ও উন্নত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান অন্বেষনের কোনো বিকল্প নেই। সমগ্র বিশ্ব পুরোটাই এখন সম্পুর্ন প্রযুক্তি নির্ভর, তাই প্রযুক্তিগত শিক্ষা ব্যতীত একটি দেশ ও জাতির টিকে থেকে সামনে অগ্রসর হওয়াটা প্রায় অসম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পৃথিবী পরিবর্তনশীল; এই পরিবর্তনশীল পৃথিবীর জন্য আমরা কতটুকু প্রস্তুত, তারই উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ। তাই জ্ঞান আহরণ ও চর্চার মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তৈরি করতে হবে।’ আইআইইউসির ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন ড. সামিমুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ড. মুহাম্মদ আজিজুল হক, সাবরিনা জাহান মাইশা, এবিএম ইয়াসির আরাফারে সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ইন্সটিটিউট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইলেক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডীন এবং ইন্সটিটিউট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির ফ্যাকাল্টি অব সোশ্যাল সাইন্সের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, শরীয়াহ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ মোস্তফা কামিল, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সারসহ ডিপার্টমেন্ট চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


Related posts

জনবল নিয়োগ দেবে বিমানবাহিনী

Chatgarsangbad.net

চন্দনাইশে অস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসীদের সহযোগী আটক

Chatgarsangbad.net

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

Chatgarsangbad.net

Leave a Comment