আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমানবাহিনী

জনবল নিয়োগ দেবে বিমানবাহিনী


বাংলাদেশ বিমানবাহিনীর চারটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাহিনীটি ৮৮ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সব শাখায় আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

শাখা: জিডি (পি), লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি ও ফিন্যান্স।

শিক্ষাগত যোগ্যতা: জিডি (পি) ও লজিস্টিক, এটিসি বা এডিডব্লিউসি শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’। অথবা ‘ও’ লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে। ফিন্যান্স শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় সাধারণ গণিত বা হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে। ‘ও’ লেভেলে গণিত বা হিসাববিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে গণিত বা হিসাববিজ্ঞানসহ কমপক্ষে দুটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।

বয়স: ২০২৩ সালের ২৮ জুন তারিখে প্রার্থীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা ও ওজন: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর