চবিতে সাংবাদিক লাঞ্ছিত, মারধরের পর হুমকি


অনলাইন ডেস্কঃ প্রতিবেদন তৈরির জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক মোশাররফ শাহ হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চবি নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাকে মারধর করা হয়। মারধরের পর ছাত্রলীগের অনুসারীরা ‘আর নিউজ করিস, তারপর দেখব’ বলে হুমকি দেয় ওই সাংবাদিককে।

মোশাররফ শাহ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি চবি সাংবাদিক সমিতির সদস্য।

মোশাররফ শাহ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমি উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর, প্রধান প্রকৌশলীকে মারধরসহ সার্বিক বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য। এসময় নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী আমাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ছাত্রলীগ নিয়ে কেন প্রতিবেদন করেছি, তা জানতে চায়। কয়েকজন আমার কপালে, মুখে কিল-ঘুষি দেয়, বুকে লাথি দেয় এবং হাতেও আঘাত করে। মারধরের সময় তারা আমাকে পরবর্তীতে ছাত্রলীগ নিয়ে আর কোনও প্রতিবেদন না ছাপানোর হুমকি দেয়। তারা বলেছে, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনও নিউজ হবে না’।’

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

আজ সেই ভয়াল ২১ আগস্ট

Mohammad Mustafa Kamal Nejami

ময়লার ঝুড়ির ভেতর ৩০ স্বর্ণের বার!

Chatgarsangbad.net

আজ ৩ ফেব্রুয়ারি বিটিভিতে ইত্যাদির পুনঃপ্রচার

Chatgarsangbad.net

Leave a Comment