পেছানো হবে না পরীক্ষা, ১৭ আগস্টেই এইচএসসি


চাটগাঁর সংবাদ ডেস্কঃ আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করছিলেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। মঙ্গলবার (৮ আগস্ট) তিনি এ তথ্য জানান।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এ পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তার দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।

তিনি বলেন, আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য পরীক্ষাগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। এ কারণে এবার একটু সময় কম পেয়েছে তারা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছে।

তপন কুমার বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে।


Related posts

জাতীয় চলচ্চিত্র দিবস

Chatgarsangbad.net

দোহাজারীতে কাউন্সিলর আলমগীরের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী,হালদার পাড়ে হতাশায় বাবা

Chatgarsangbad.net

Leave a Comment