আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ৭ ফার্মেসীকে ১ লক্ষ তিন হাজার টাকা অর্থদণ্ড


সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার কোর্ট রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা- তুজ -জোহরা।

এসময় মোবাইল কোর্টে মেয়াদ উত্তীর্ণ, ট্রেডলাইসেন্সবিহীন ও বিজ্ঞাপনের ঔষধ বিক্রি করার অপরাধে মক্কা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, পপুলারকে ১০ হাজার টাকা, আলিফ ফার্মেসীকে ২০ হাজার , রয়েল ফার্মেসীকে ১০ হাজার , আল মদিনা ফার্মেসীকে ১০ হাজার, বিসমিল্লাহ মেডিক্যাল সেন্টারকে ১৫ হাজার, নাছির মেডিকেল হলকে ৮হাজার টাকাসহ মোট ১ লক্ষ তিন হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

এসময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও ঔষধ কোম্পানি কর্মরত এমআরদের দেওয়া বিজ্ঞাপনের ঔষধ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ঔষুধ প্রশাসনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন। এসময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতায় ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর