আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

জাতীয় বীমা দিবস উপলক্ষে বুধবার (১ মার্চ) সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ ও সূর্যমুখী মার্জকৃত বীমা প্রকল্পের অধীনে চট্টগ্রাম সার্ভিস সেলে এক বর্ণাঢ্য র‌্যালী, ম্যাচুয়েরিটির চেক হস্তান্তর-এর আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যমুখী মার্জকৃত বীমা প্রকপ্লের ডিএমডি আনোয়ার জাহান গিয়াস।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, উন্নয়ন প্রশাসনের এএমডি মোঃ আবছার, এএমডি আবু হানিফ মোঃ নোমান, জিএম নাজিম উদ্দিন, জিএম সেতেরা বেগম, ডিজিএম রেহেনা বেগম, এজিএম জান্নাতুল ফেরদৌস, আরজু বেগম, শিলা দাস, পিকু দাস প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর