অনলাইন ডেস্ক
নগরের পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাটের কাছে সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মরদেহের হাত-পা ও আঙুলের ৮ টুকরা অংশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মরদেহের এসব খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, কোনও পুরুষের শরীরের কাটা অংশগুলো দুই-তিনদিন আগের বলে ধারণা করা হচ্ছে। বয়স ৪৫-৫০ বছর হতে পারে।
কোথাও খুন করে মরদেহ টুকরা করে এখানে ফেলে গেছে। মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আঙুলের ছাপে পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ শুক্রবার (২২ সেপ্টেম্বর) আঙুলের ছাপ নিবে। শরীরের অন্যান্য অংশ খোঁজা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
Leave a Reply