আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে জমি নিয়ে বিরোধের জের, পাল্টাপাল্টি হামলায় আহত ৪


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় জমি নিয়ে বিরোধের জেরে বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দিয়াকুল মাষ্টার পাড়া এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলেন- দিয়াকুল সিকদারপাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে মনির আহমদ (৫০), বশির আহমদ (৪৫), ছালেহ আহমদ (৬০) ও তার ছেলে ইব্রাহিম (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দিয়াকুল সিকদার পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে ছালেহ আহমদের সাথে তার দুই ভাই মনির আহমদ ও বশির আহমদের সাথে গত এক যুগ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় সালিশে বিষয়টি বারবার নিষ্পত্তির চেষ্টা হলেও উভয় পক্ষের অনড় অবস্থানের কারনে বিষয়টি সুরাহা হয়নি। এনিয়ে গত ৮ বছর আগে ছালেহ আহমদের সাথে তার ভাই বশির আহমদের মারামারি হয়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নেয়ার পর বশির আহমদ তার ভাই ছালেহ আহমদকে আসামী করে মামলা করেন। মামলার পর ছালেহ আহমদ তার স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকায় বসবাস করছেন।

ঘটনার দিন শুক্রবার (২৮ জুলাই) সকালে বিরোধীয় জমিতে শ্রমিকদের নিয়ে আমন ধানের চারা রোপণ করছিলেন মনির আহমদ ও বশির আহমদ। সংবাদ পেয়ে ছালেহ আহমদ তার ছেলে ইব্রাহিমকে নিয়ে সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। স্থানীয়রা আহত মনির আহমদ ও বশির আহমদকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপরদিকে মনির আহমদ ও বশির আহমদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগে ছালেহ আহমদ ও তার ছেলে ইব্রাহিমকে এলাকাবাসী আটক করে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। সংবাদ পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিনের নেতৃত্বে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পিতা-পুত্রকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় বিবাদমান ভাই-ভাতিজার মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে এলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ না করলেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর