Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির প্রাণী পাচারের দায়ে ২ যুবকের কারাদণ্ড


চট্টগ্রামের লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির উল্লুক পাচারের দায়ে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- কুমিল্লা জেলার দাউদকান্দির পেন্নাই গ্রামের আবদুল মজিদের ছেলে মো. মাজহারুল ও একই জেলার দেবীদ্বার উপজেলার ফতেয়াবাদ গ্রামের আবদুল জলিলের ছেলে মমিন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, পাচারের সময় চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদণ্ড দেন।


Related posts

ঢাকায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, নারী ও শিশুসহ আহত ৫০

Saddam Hossain

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন

Chatgarsangbad.net

বারইপাড়া খাল খনন প্রকল্প সম্পন্ন হলে জলাবদ্ধতা কমে আসবে

Chatgarsangbad.net

Leave a Comment