আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের সাথে জননেতা এম এ হাশেম রাজুর আবেগঘন মতবিনিময়


সৈয়দ শিবলী ছাদেক কফিল: মানবাধিকার সংগঠক, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সফল নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সেক্টর জননেতা এম এ হাশেম রাজু বলেছেন- বিগত ১৬ বছর অনেক মামলা, হামলার শিকার হয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারিনি। তবুও রাজপথ ছাড়িনি। এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়ে সাংবাদিকদের সাথে মন খুলে কথা বলছি। দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক পথপরিক্রমায় আপনাদের ঘরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে রাজনীতি চর্চায় বেড়ে উঠেছি।

গণ মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ১/১১ এর মঈনুদ্দীন-ফখরুদ্দীন সরকারের জরুরী আইন ভঙ্গ করে সর্বপ্রথম দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলন করতে গিয়ে ৫ বারের অধিক কারাগারে অন্তরিন ছিলাম। ৫৭টি মালার আসামী হয়ে ঘরছাড়া হয়েছি। ড. ইউনুস ও পিটার হাসকে হুমকি প্রদানকারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আপনাদের ঘরের ছেলে পাশে আছি, থাকবো, দল যদি চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অঙ্গিকার ব্যক্ত করছি।

গতকাল ১২ জুলাই সকালে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে চন্দনাইশে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি নেতা নুর মোহাম্মদ, মানবাধিকার কর্মী উম্মে সালমা হাফিজা চৌধুরী, ছাত্রনেতা ফয়সাল আহমেদ, সমাজকর্মী জায়নুল আলম, মাস্টার মনিরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী আরো অনেকে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর