আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আলেমদের পাশাপাশি পেশাজীবীদেরও এগিয়ে আসতে হবে


শেফাইল উদ্দিন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে ওলামা ও পেশাজীবীদের পৃথক সমাবশ ‌অনুষ্টিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ও বিকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক সমাবেশে উভয় সেশনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং পরিচালনায় ছিলেন উপজেলা
সেক্রেটারী মাওলানা নুরুল আজিম।

ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুফতি হাবিবউল্লাহ।

বিকেলে অনুষ্ঠিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ৩ সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের সহকারী সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী,• ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি ক্বারি রমজান আলী, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আলম ক্বারি, মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাষ্টার ছৈয়দ নুর হেলালী, মাষ্টার নুরুল হক, মাষ্টার ছৈয়দুল আলম হেলালী, মওলানা ছৈয়দুল হক ও সাবেক ছাত্রনেতা ইমাম খাইর।

অনুষ্ঠানে বক্তারা আলেম সমাজের পাশাপাশি সকল শ্রেণী পেশার সাথে মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

উভয় অনুষ্ঠান তত্ত্বাবধান করেন উপজেলা উলামা বিভাগ সভাপতি মাওলানা হারুনর রশীদ ও ইসলামপুর জামায়াত সভাপতি সাহাব উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম,আলেম-উলামাগণ , ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর