আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই যোদ্ধাদের সাথে জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার মতবিনিময় সভা


জুলাই বিপ্লবে আহতদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।শনিবার (১২ জুলাই) উপজেলার এক হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের বলেন, জুলাই বিপ্লবে আহত ও নিহতদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।নতুন বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেওয়া যাবে না।জুলাই বিপ্লবকে কোন চাঁদাবাজ সন্ত্রাসবাদের কাছে হারতে দেওয়া যাবে না।এসময় তিনি সম্প্রতি ঘটে যাওয়া চাঁদার জন্য নির্মমভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সভায় সাতকানিয়া পৌরসভার আমীর হামিদ উদ্দীন সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু নাছের।বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা সদস্য এম ওয়াজেদ আলী, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন,ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর