আজ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় প্রশাসনের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার এর নেতৃত্বে বুধবার পরিচালিত এ অভিযানে খাজা আজমীর স্টোরকে ১০,০০০ টাকা এবং রেজাউল স্টোরকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে পার্শ্ববর্তী অন্যান্য দোকান মালিকদেরও সতর্ক করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ধূমপান ও তামাকজাত পণ্য বিক্রয় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ইউএনও তাহমিনা আকতার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে কোনোভাবেই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর