সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই কম্পিউটার দোকানকে জরিমানা
বিশেষ প্রতিনিধি : ৩১ আগস্ট ২০২৫ ইং দুপুর ১২টা ৩০ মিনিটে সাতকানিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব খোন্দকার মাহমুদুল হাসান।
প্রথমে তিনি ভূমি অফিস পরিদর্শন করেন। পরে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে থানা গেইট এলাকায় অভিযান চালিয়ে দর্পণ কম্পিউটারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা এবং আসিফ কম্পিউটারকে একই ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দোকান মালিকদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
Leave a Reply