আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মূল্য তালিকা না থাকা এবং জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে যানজট সৃষ্টি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫টি মামলায় মোট ১৩,০০০/- (তের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা-সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও তাহমিনা আকতার বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
Leave a Reply