আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হতে পারে: আজিজ উল্লাহ


সাদ্দাম হোসেন: ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম আজিজ উল্লাহ বলেছেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হতে পারে।

আমরা প্রত্যেকে ফটিকছড়ি উপজেলায় বিএনপি আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্ব দলকে শক্তিশালী করে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করব। কর্ণেল আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা এগিয়ে যাবে।

গত বুধবার সন্ধ্যা ফটিকছড়ি উপজেলায় ১৪ নং নানুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো.বেলাল উদ্দিন। ১৪ নং নানুপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি সৈয়দ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক সঞ্চালনায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলন শেষে নানুপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে মো.ইউসুফকে সভাপতি, এম.আর রিপনকে সাধারণ সম্পাদক করে ১৪ নং নানুপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি সৈয়দ মো.সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.ওমর ফারুকের স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,১৪ নং নানুপুর ইউনিয়নের বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৪ নং নানুপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটির পক্ষ থেকে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়। এই সময় ১৪ নং নানুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রমিক দলের কমিটি ঘোষণা করায় সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর