আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ চর বরমায় প্রবারণা পূর্ণিমা উদযাপন


 

 

নিজস্ব প্রতিবেদক::

চন্দনাইশের চরবরমার বড়ুয়াপাড়ায় আনন্দ, উদ্দীপনা ও যথাযত ধর্মীয় মর্যাদার মাধ্যমে আত্মশুদ্ধি ও অশুভ ত্যাগের প্রতীক প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। ৬ অক্টোবর সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনার মধ্যদিয়ে দিনের সূচনা হয়। চরবরমা সুগত বিহারে বৌদ্ধ নারী-পুরুষের সমাগমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দিনব্যাপী চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ফানুস ওড়ানো, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। মূলত এ দিন থেকে শুরু হয় মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব। মাসের প্রতিদিন কোন না কোন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হবে৷
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বরমা ইউনিয়ন প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা জানান, অনুষ্ঠানমালা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারী করা হয়। চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মানন্দ মহাস্থবির জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে এই উৎসব পালিত হয়। বিহার উন্নয়ন কমিটির সেক্রেটারি ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক অশোক কুমার বড়ুয়া বলেন, চরবরমা বড়ুয়াপাড়ায় প্রবারণাকে ঘিরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচী পালিত হয়।বিকেলে ধর্মদেশনা দেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মানন্দ মহাস্থবির।
ফানুস ওড়ানোর সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার মো. আনিসুর রহমান চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু বক্কর প্রমুখ।
অনুষ্ঠানমালা সফল করতে বিভিন্ন দায়িত্ব পালন করেন উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক রতন বড়ুয়া, প্রাক্তন সেক্রেটারী দুলাল বড়ুয়া, উপাসক দিলীপ বড়ুয়া, কমল বড়ুয়া, টিংকু বড়ুয়া, সুমন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, সাধন বড়ুয়া, শ্রমন উদয়শ্রী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর