নিউজ ডেস্ক: দক্ষিণ বাঁশখালীতে বর্ণাঢ্য র্যালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালীর দক্ষিণ অংশে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গণমানুষের জনপ্রিয় নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র নির্দেশনায় এ র্যালী অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বাঁশখালীর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ র্যালীটির নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী।
র্যালীতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, বিএনপি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নাম। আগামী দিনে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply