আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর নিহত


রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনায় জমি ও মজুরি সংক্রান্ত বিরোধের জেরে এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রহমত (৪৯)। সে ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে এরআগেই পালিয়ে যায় খুনিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিনমজুর রহমত ও প্রতিবেশী মো. রেজাউলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। একইসঙ্গে ইট ভাঙানোর মজুরি নিয়েও রাতে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। স্থানীয়রা তাদের থামানোর চেষ্টা করলেও রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহমত পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর