আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শান্তি ও সম্প্রীতি সমাবেশ


 মুহাম্মদ আরফাত হোসেন:

চট্টগ্রামের চন্দনাইশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ বৃহত্তর চন্দনাইশ উপজেলার আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার, স্বার্থান্বেষি মহল কতৃক আউলিয়ায়ে কেরামের মাজার ভাঙ্গার অপচেষ্টা, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা, সুন্নি আলেম ওলামাদের অপসারণ করে মসজিদ ও মাদ্রাসা দখলের প্রতিবাদ, দেশের সমৃদ্ধি কামনায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট (শুক্রবার) বিকালে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ সেন্টার মার্কেটের সামনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ ও পরে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে শেষ হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (ভারপ্রাপ্ত) মহাসচিব এম এ রহিম।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. আমিন উল্লাহর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি অধ্যক্ষ খাজা মুহাম্মদ মোবারক আলী, প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রচার উপ-কমিটির সদস্য মাও. এনাম রেজা।

বিশেষ অতিথি ছিলেন মুফতি আহমদ হোসেন আলকাদেরী, মাও. আবুল কাশেম আনসারী, সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মুহাম্মদ সোলাইমান ফারুকী, পীরজাদা মুফতি আশেকুর রহমান হাফেজনগরী, মাও. মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম তৈয়্যবী, কাজী ওয়াহিদুর নূর, কিবরিয়া আজম, আলমগীর ইসলাম বঈদী, নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, এড. মোজাম্মেল হক ফারুকী, সরোয়ার উদ্দিন, মাও. সোহেল উদ্দিন আনসারী, তাকরিমুর হক, আয়ুব তাহেরী প্রমুখ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর