চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ সেনাবাহিনী ৩জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাশিমপুরসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা বিক্রেতা ও সেনা বাহিনীর গোপন সংবাদ প্রচারকারী আওয়ামী লীগ সমর্থককে আটক করেন।
বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর একদল চৌকস সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেন।
আটককৃতরা হলো ইয়াবা ব্যবসায়ী মোজাজ্জল (২৫), সংবাদ প্রচারকারী মোঃ নাজিম (৪০), ইয়াবা ব্যবসায়ী নুরুজ্জামান টিপু (৩০)। ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোর্পদ করা হবে।
Leave a Reply