চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে চার কক্ষ বিশিষ্ট টিনের এক বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে থাকা দামি আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ আগুনে পুড়ে গেছে।

রবিবার (১ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধ্যম জোয়ারা এলাকার বিজয় বড়ুয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর কামরুল হাছান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাড়িটির ৪ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই অন্য কক্ষগুলোতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তোলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মো. আকতার উদ্দিন সহ নেতৃবৃন্দ।


Related posts

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Shahidul Islam

হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে

Chatgarsangbad.net

অবহেলিত একটি বিদ্যালয়ের গল্প

Chatgarsangbad.net

Leave a Comment