চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


মোঃ শহীদুল ইসলামঃ মাসব্যাপী  শারীরিক কশরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে ১৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রী দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামী গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

প্যারেডে নেতৃত্ব প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারিশ। প্রধান অতিথি এসময় সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Related posts

সাতকানিয়া কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম কলেজে জাতীয় শোক দিবস পালিত

Chatgarsangbad.net

চন্দনাইশে ৪১৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Saddam Hossain

টেকনাফের শুক্কুর’র পেটে পৌণে ৪ হাজার ইয়াবা!

Chatgarsangbad.net

Leave a Comment