আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি জাহেদুল ইসলাম


আব্দুল্লাহ্ আল মারুফ সাতকানিয়া,নিজস্ব প্রতিবেদক।।আগস্ট মাসের শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার চট্টগ্রাম’র নিকট হতে সম্মাননা স্মারক গ্রহন করেছেন,সেই সাথে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবেও পুরস্কৃত হয়েছেন সাতকানিয়া ওসি জাহেদুল ইসলাম।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি জাহেদুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। অনুষ্ঠানে ওসি জাহেদুলল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।জানা যায়, গত আগস্ট মাসে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি জাহেদুল ইসলাম’র নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয়।এ প্রসঙ্গে সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, এই সম্মান এককভাবে আমার নয়। এটি সাতকানিয়া থানায় কর্মরত সকল সহকর্মীদের একাগ্রতা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর