আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির বৃহত্তর চট্টগ্রাম জেলা কমিটি অনুমোদন


নিউজ ডেস্ক: জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির বৃহত্তর চট্টগ্রাম জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সভাপতি সুভাস চন্দ্র চাকমা এবং সাধারণ সম্পাদক এস. এম. আবুল বাশার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে নবগঠিত কমিটির কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিএম সাউথ শাখার প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আগ্রাবাদ কর্পোরেট শাখার নূর উদ্দিন চৌধুরী। নবনির্বাচিত নেতৃত্ব গত ১৪ সেপ্টেম্বর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়।

উপদেষ্টা মণ্ডলী আবু বকর সিদ্দিক, মোঃ হরুন উর রশীদ ভুইয়া, কার্যনির্বাহী কমিটি সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইউনুস মিয়া (কায়সারহাট শাখা), সহ-সভাপতি: গোলাম কিবরিয়া এহসানুল হক (সিটি কর্পোরেশন শাখা), এ. এইচ. এম. শামসুল আলম (ডেমরা শাখা), মোঃ মোশারফ হোসেন (মোড়া শাখা), মোঃ মাহফুজ সোহাগ (মেরিন সিটি শাখা), মাজেদুল ইসলাম (পটিয়া শাখা), মোঃ জিয়াউল চৌধুরী (আমবাগান কর্পোরেট শাখা), মোঃ শফিউল্লাহ রহমান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখা)

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নেতৃবৃন্দ: মোহাম্মদ সাদিকুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ শফিউল আলম, মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামসুল হক, মোঃ ইয়াছিন, মোঃ রুহুল আমিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, মোঃ শওকত আলী, মোঃ মুজিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম (বান্দরবান), মোঃ শহিদুল হক (চকরিয়া), মোঃ জসিম উদ্দিন (মহেশখালী), মোঃ নাসির উদ্দিন (কুতুবদিয়া), মোঃ বেলাল হোসেন (হাটহাজারী), মোঃ শহিদুল ইসলাম (বোয়ালখালী), মোঃ জসিম উদ্দিন (সদরঘাট), মোঃ শহীদুল আলম (বায়েজিদ), মোঃ শহীদুল ইসলাম (হালিশহর), মোঃ আজিজুর রহমান (রাউজান)।

কেন্দ্রীয় অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, “নবনির্বাচিত বৃহত্তর চট্টগ্রাম জেলা কমিটি জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করবে।

নবগঠিত কমিটির অনুমোদনের খবরে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন শাখায় নেতৃবৃন্দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। কমিটির নেতারা সকলকে আশ্বাস দিয়েছেন, তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে কর্মীদের স্বার্থে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

এদিকে কমিটির নেতারা আগামী দিনে শাখার কার্যক্রম, সদস্য শিক্ষা ও সাংগঠনিক উন্নয়নকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর