আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইলিশ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ আনোয়ারার তরুণ জেলে


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণ জেলে। শুক্রবার দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. আরিফ (২২)। তিনি রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে আরিফ ছিলেন সবার বড়। তিন বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার দুই বছরের সন্তান রয়েছে। স্ত্রী ও সন্তানসহ জুঁইদন্ডী এলাকায় বসবাস করতেন আরিফ। জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে চারজন জেলে একটি কাঠের নৌকা নিয়ে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইলিশ ধরতে যান। নৌকায় ওঠার সময় হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান। সহকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার চেষ্টা চালালেও প্রবল স্রোতে তিনি দ্রুত তলিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. আবু ছৈয়দ বলেন, “নৌকায় ওঠার সময় হঠাৎ আরিফ পড়ে যায়। আমরা নৌকা দিয়ে উদ্ধার করার চেষ্টা করেছি, কিন্তু প্রবল স্রোতে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।”

নিখোঁজ জেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী মাছ ধরেই সংসার চালাতো। আমার দুই বছরের সন্তান আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো?”

বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ জানান, “আমরা খবর পেয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলেকে উদ্ধার করার চেষ্টা চালানো হবে।”

গ্রামবাসী ও পরিবারের সদস্যরা এখন দোয়া ও আশায় ভর করে অপেক্ষা করছেন—প্রিয় আরিফকে কখন আবার তাদের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর