আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেনের জন্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: বর্তমান রেলওয়ের লাভজনক রুট ও রেলের রাজস্ব আয়ে অগ্রভুমিকা পালন করে আসছে ঢাকা -কক্সবাজার ও
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। রেল কতৃপক্ষ বর্তমান ঢাকা-কক্সবাজার রুটে ননস্টপ ২টি ও চট্টগ্রাম -কক্সবাজার রুটে লোকাল ২টি মোট ৪টি ট্রেন চলাচল করে।তার মধ্যে লোকাল ট্রেন সৈকত সকাল ৬টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা করে।কিন্তু একই সময়ে শিক্ষার্থী, চাকরিজীবি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবিদের সুবিধার্থে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ১জোড়া ট্রেনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যাতে চট্টগ্রাম মুখী যাত্রীরা সহজে প্রয়োজনীয় কাজ সেরে আবার কক্সবাজার যেতে পারে।

এই বিষয়টি বিবেচনা করে উক্ত রুটের চট্টগ্রাম -দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ হতে উল্লেখিত সময়ে ১জোড়া নতুন ট্রেন পরিচালনার জন্য গত ৩১শে জুলাই রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা,রেল সচিব, ও মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন। এই সময়ে পরিষদের পক্ষ হতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিয়া হাসান,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আলম,সদস্য মোঃ লিয়াকত আলী, মোঃ আরিফ খানসহ প্রমুখ।

পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন বলেন,ভোরবেলায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী রেলযাত্রীদের সুবিধার্থে আমরা ভোরে চট্টগ্রামমুখী ১জোড়া নতুন ট্রেনের দাবীতে রেল উপদেষ্টা, সচিব, মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেছি।তারা আমাদেরকে আশ্বাস প্রদান করেন। বর্তমান ইঞ্জিন সংকট, নতুন ইঞ্জিন আমদানি হলে আপনাদের দাবী বাস্তবায়ন হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর