শেফাইল উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জনতার ঢল নেমেছে।
সোমবার ( ৪ আগষ্ট )বাদে আছর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহীদুল আলম বাহাদুর। গণমিছিলে অংশ নেয়া জনতা “ভিক্ষা লাগলে ভিক্ষা নেয়- চাঁদাবাজি ছেড়ে দেয়, আমার সোনার বাংলায়- চাঁদাবাজের ঠাঁই নাই,আবু সাঈদ মুগ্ধ -শেষ হয়নি যুদ্ধসহ নানা স্লোগানে বিশাল বাজারের অলিগলি ও মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনস্থ ক্যান্ডেল একাত্তর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন,২৪ এ ছাত্র জনতার আওয়ামী ফ্যাসিবাদ বিরুধী জুলাই বিপ্লব কোন চাঁদাবাজ বা লুটেরার দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। সুতরাং ছাত্র জনতার আকাঙ্ক্ষা পুরণ ও বৈষম্যহীন দেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনে চাঁদাবাজদের বয়কট করে দাঁড়ি পাল্লা প্রতীককে জয়যুক্ত করার জন্য জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে হব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম উল্লাহ বাহাদুর।
উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, যুব বিভাগ সভাপতি মাওলানা ছরওয়ার কামাল, ঈদগাহ ইউনিয়ন আমির অধ্যাপক হাকিম আলি, জালালাবাদ আমির সোলাইমান মুর্শেদ, পোকখালী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলম, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা হারুনর রশিদ, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য,২০২৪ এর জুলাই বিপ্লবের ৪ আগস্ট জামায়াত-শিবিরের নেতৃত্বে ঈদগাঁও বাসস্টেশনে ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুরো উপজেলা আওয়ামী ফ্যাসিবাদমুক্ত হয়। বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে উক্ত দিনে জামায়াত ইসলামী গণমিছিলের আহ্বান করলে উপজেলার সর্বস্তরের জনতার মাঝে সাড়া পড়ে। যার দরুন আজ গণমিছিলটিতে জনতার ঢল।
Leave a Reply