-
- চট্টগ্রাম, ঢাকা
- এ্যাব এর আহবায়ক কমিটিতে সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল করিম উপদেষ্টা নির্বাচ
- আপডেটের সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
- 199 বার ভিউ

ডেস্ক নিউজ
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর ৩৫ সদস্য উপদেষ্টা এবং ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে এ কমিটি গঠিত হয়েছে।নবগঠিত এই কমিটিতে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল করিমকে উপদেষ্টা (১১ নং) পদে মনোনীত করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং পরামর্শক হিসেবে এই অভিজ্ঞ প্রকৌশলীর অন্তর্ভুক্তি সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।এদিকে নবনির্বাচিত উপদেষ্টা ইকবাল করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের প্রকৌশলীরা।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইয়াকুব সিরাজুদ্দৌলা, ইঞ্জিনিয়ার হারুন, ইঞ্জিনিয়ার গিয়াস, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, ইঞ্জিনিয়ার মুনতাসীর মুন্না, ইঞ্জিনিয়ার সাহিদুজ্জামান কিরন, ইঞ্জিনিয়ার রনবি, ইঞ্জিনিয়ার শুভাকর, ইঞ্জিনিয়ার ফাহাদ আহমেদসহ চট্টগ্রামের অসংখ্য সম্মানিত প্রকৌশলী।এসময় তারা বলেন, “দেশ গঠনে প্রকৌশলীদের ঐক্য অপরিহার্য। এ্যাব-এর নতুন উপদেষ্টা পরিষদ আমাদের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ত্যাগী ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান কমিটির সদস্যরা
এই বিভাগের আরও খবর
Leave a Reply