উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি দেখলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ


শ.ম.গফুর >>> উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।১০ মার্চ (সোমবার) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ ‘র হ্যালিপ্যাড মাঠে নেমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন তিনি।এসময় তার সঙ্গে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি প্রলয় চিচিং চাকমা, কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং এনজিও সংস্থার প্রতিনিধিরা।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ মার্চ (শুক্রবার) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এ উপলক্ষে সোমবার দুপুরে উখিয়ার ২০ নং ক্যাম্পে পরিদর্শন করেন তিনি।


Related posts

“লংগদু উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ”

Md Maruf

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে আলোচনা সভা

Chatgarsangbad.net

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা

Md Maruf

Leave a Comment