আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ টার দিকে সাতকানিয়ার কেরানি হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় বাস ও ট্রাক এর ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রিট পারমিট চেক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৮৯০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কেরানি হাট কাচাবাজারে ১টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় দোকানে সংরক্ষিত পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের জন্য মাইকিং করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কাজে সহযোগিতা করেন আর্মি ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন সাতকানিয়ায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply