আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু


মো: দিদারুল আলম, সীতাকুণ্ড: চট্টগ্রাম: সীতাকুণ্ড ও নগরের ডবলমুরিং থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাঁশবাড়িয়া হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তিশা আক্তার মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার চাটগাঁর সংবাদকে জানান, সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটি চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর